উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের তালিকা | প্রাক্তন পরিষদ চেয়ারম্যানগণ | ব্যাংকের তালিকা | ||
শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা | ||||

মোহনপুর উপজেলা রাজশাহী জেলার অন্তর্গত । উপজেলার আয়তন ১৬২.৬৫ বর্গ কিলোমিটার । উপজেলার মোট জনসংখ্যা ১৭০,০২১ জন প্রায় । যার মধ্যে পুরুষ-৮৫,২৩৬ জন (প্রায়) এবং মহিলা-৮৪,৭৮৫ জন (প্রায়) । লোক সংখ্যার ঘনত্ব ১,০৪৫ জনপ্রতি বর্গ কিলোমিটার । উপজেলার ৬ টি ইউনিয়নের১৩৮ টি গ্রাম আছে । উপজেলার শিক্ষার হার ৫১.৩ শতাংশ । যার মধ্যে ৫৫.৩% পুরুষ ও ৪৭.২% মহিলা ।
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যঃ
কৃষি সংক্রান্ত তথ্যঃ
মোহনপুর উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল ।উপজেলার মোট ২৮৭৩৮ হেক্টর ফসলী জমি রয়েছে । যার মধ্যে তিন ফসলী জমি ৬১৫৫ হেক্টর। দুই ফসলী জমি ৪২০৫ হেক্টর এবং এক ফসলী জমি ১৪১৩ হেক্টর । মোহনপুর উপজেলায় পান, ধান, আলু, সরিষা এবং শাক সবজি চাষ করে থাকে । রাজশাহী থেকে সারাদেশে পান সরবরাহ করা হয়ে থাকে । শুধু তাই নয় মৌসুমী সবজি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয় ।
উপজেলা হটরা নামক স্থানে প্রচুর পরিমান আম চাষ হয়ে থাকে । আমের পাশাপাশি লিচু ও পেয়ার চাষ হয়ে থাকে । আমের মৌসুমে কামার (আর্টিকেল )