কোভিড ১৯ টিকার রেজিষ্ট্রেশন

আমাদের মোহনপুর ডট কম এর উদ্দ্যোগে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে কোভিড ১৯ টিকার রেজিষ্ট্রেশন পয়েন্ট করা হয়েছে । যদি আপনি কিংবা আপনার পরিবারের কেউ টিকার জন্য অনলাইন রেজিষ্ট্রেশন করতে চান তাহলে নিম্ন বর্নিত টিকার রেজিষ্ট্রেশন পয়েন্ট এ যোগাযোগ করুন ।

যা যা আনতে হবেঃ

  • মোবাইল ফোন
  • জাতীয় পরিচয় পত্র(NID)

বয়স সীমাঃ

  • ২৫ বছরের উর্দ্ধে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

ফরম পূরন ফিঃ

  • ৩০ টাকা

 

 

 

যোগাযোগের ঠিকানাঃ
আমাদের মোহনপুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের বিপরীতে , মোহনপুর
রাজশাহী।
মোবাইল 01781004474 / 01851590175