আপনি বাংলাদেশী নাগরিক । আপনি যদি বিদেশ ভ্রমন করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে হবে । এন আই ডি কার্ড এর মতই বিদেশভ্রমনে পাসপোর্ট বাধ্যতামূলক।
পাসপোর্টের জন্য কি কি কাগজ জমা দিতে হয়?
পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদনের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে ।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ জন্মসনদের ফটোকপি (১৮ বছরের নিচে বয়স হলে জন্ম সনদ)
- নাগরিক সনদপত্র
- পেশার প্রমান ( ছাত্র হলে বিদ্যালয় কর্তৃক প্রত্যায়নপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত কপি, কৃষক হলে জমির খতিয়ান/দলিল, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরীজীবী হলে এনওসি )
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১৮ বছরের নিচে বয়স হলে।)
- নিকাহ নামা ও স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি।