আল আমিন স্বাধীন, স্থানীয় প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ – রাজশাহী মহাসড়কে বড়াইল নামক স্থানী এক সড়ক বাস দুর্ঘটনা ঘটে ।
আজ ২৪.০৭.২০২২ রোববার দুপুর আনুমানিক ১.৪৫মিনিটে দিকে এই দুর্ঘটনা ঘটে। নওগাঁ গামী হেফাজত পরিবরন ( ঢাকা মেট্রো-ব-১১-১৪৪১ ) নিয়ন্ত্রন হারিয়ে বাস উলটে যায়। একটি মাইক্রোবাস ও স্কুল ছাত্রদের দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে বাসটি নিজেই দুর্ঘটনার পতিত হয়। এই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । সড়ক দুর্ঘটনায় প্রায় ১২ জন আহত হয় । শিশুসহ মোট ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর অবস্থায় পাঠানো । বাকিদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ।