ভোটার হালনাগাদ ২০২৪ এর প্রয়োজনীয় কাগজপত্র

আসসালামু ওয়ালাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি ভাল। আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো।
হ্যাঁ
ভোটার হালনাগাদ
২০২৪ সালে জানুয়ারীর ২১ তারিখ থেখে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত এই হালনাগাদের কাজ চলবে।
আপনারা যারা ২০২৩ সালে ভোটার হতে পারিন নাই কিংব আপনার বয়স ১৬ হয়েছে হয়েছে আপনি এইবার অংশগ্রহন করতে পারেন ভোটার হালনাগাদ কর্মসূচিতে।

ভোটার হতে চাইলে আপনাকে নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ।

ভিডিও টি না টেনে মনোযোগ সহকারে দেখুন

আপনাকে যে যে কাগজ শজমা দিতে হবে?
তাহলে শুনে নিন
১। জন্ম নিবন্ধন সার্টিফিকেট ।
২। পিতা ও মাতার এন আই ডি কার্ড অথবা মৃত্যু সনদ ।
৩। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪। নাগরিক সনদ পত্র ।
৫। হোল্ডিং ট্যাক্স/ খাজনার রশিদ।
৬। বিদ্যুৎ বিল / পানি বিল/ টেলিফোন বিলের কাগজ।
৭। রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ।
৮। পেশার প্রমান পত্র (ব্যবসায়ী হলে)
৯। কাবিন নামা (বিবাহিত হলে)
১০ । অঙ্গীকার নাম।

Leave a Comment